প্রকাশিত: Sat, Apr 8, 2023 4:17 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:53 AM

ট্রাম্পের পক্ষে দাঁড়ালেন প্লেবয় তারকা স্টর্মি, কারেন নির্লিপ্ত

ইমরুল শাহেদ: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলায় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস ছাড়াও অপর যে নারীর নাম যুক্ত হয়েছে তিনি হলেন সাবেক প্লেবয় তারকা কারেন ম্যাকডুগাল। মামলা পর্যবেক্ষণের পর স্টর্মি এবং কারেন - দু’জনেই নিজেদের উপলব্ধি নিয়ে কথা বলেছেন। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, এই মামলায় ডোনাল্ড ট্রাম্পের কারাগারে যাওয়া ঠিক হবে না। আমি মনে করি না যে, আমার বিরুদ্ধে তার (ট্রাম্প) অপরাধ কারাদণ্ডের যোগ্য।

স্টর্মি আরও বলেন, আমি বরং তার অন্য কাজগুলো নিয়ে চিন্তা করি। শেষ পর্যন্ত যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে হয়তো কারাগারে যেতেই হবে।

স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ নিয়েই ট্রাম্পের মামলাটি শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো ৩৪টি অভিযোগ।  

অন্যদিকে নিউইয়র্কের পোস্টে বলা হয়েছে, সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডুগাল বুধবার ট্রাম্পের অভিযুক্ত হওয়ার পর প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। 

৫২ বছর বয়সী কারেন শান্তির চিহ্ন ফ্ল্যাশ করা একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমি বাইরে গিয়েছি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আশা করি আমি কিছু মিস করিনি।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে তাঁর পক্ষ থেকে  ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টরমিকে। প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা হয়েছে কারেন ম্যাকডুগালের নাম। তাকে নীরব থাকার জন্য দেওয়া হয়েছিল এক লাখ ৫০ হাজার ডলার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব